কিশোরগঞ্জ-৪
চতুর্থবার এমপি হলেন আব্দুল হামিদের ছেলে তৌফিক
দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দলীয় লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল ওয়য়হাব পেয়েছেন ৩ হাজার ৭৩৫ ভোট।
রোববার (৭ জানুয়ারি) দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি জানা গেছে।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
কিশোরগঞ্জ-ট আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ২৫১ জন। আসনটির ১৪৭ ভোটকেন্দ্রের ৮০৪ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
এসকে রাসেল/ এমআইএইচএস/জিকেএস