ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় আ.লীগের দু`গ্রপের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৬ এপ্রিল ২০১৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইউপি আওয়ামী লীগের সভাপতি বাহার আলী বিশ্বাস ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুস সোবাহান এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙা বাজার এলাকায় দু`গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। আহতদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাহার আলী বিশ্বাস ও আব্দুস সোবাহান দাবি করেছেন এ ঘটনায় তাদের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বাহার আলী বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সোবহান এর সমর্থকরা এলাকায় শোডাউন কালে বৃত্তিডাঙা বাজারে দু`গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি সোটা দিয়ে একে অপরকে আঘাত করতে থাকে। এতে উভয় পক্ষের বেশ কিছু সমর্থক ও কর্মী মারাত্মক আহত হয়েছেন।

আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও ইউপি আওয়ামী লীগের সভাপতি বাহার আলী বিশ্বাস জানান, আমি ঢাকা থেকে ফিরছি এ কথা শুনে আমার কর্মীরা আমাকে রিসিভ করতে পাংশায় আসছিল। কিন্তু বৃত্তিডাঙা বাজারে আহম্মদ, মনো ও বরকত এর নেতৃত্বে তারা আমার কর্মীদের উপর হামলা চালায়। এতে আমি শুনেছি প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী আহত হয়েছেন। এরা সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সোবহান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ছেলেরা মিছিল নিয়ে বাড়ি ফিরছিল। ঐ সময় বাহার বিশ্বাসের সমর্থকরা লাঠি সোটা, রড নিয়ে শোডাউনে যাচ্ছিল। বৃত্তিডাঙা বাজার এলাকায় আসলে বাহারের লোকজন আমার ছেলেদের উপর হামলা করে। আমি পাংশা থেকে আসার পথে সবাইকে বাধা দিয়েছি। শেষ পর্যন্ত  তারা অস্ত্র প্রদর্শন করেছে। এতে দু-পক্ষের কর্মীরা আহত হয়েছে। তবে আমার ৩ জন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে শাজাহান নামে একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এসেছে এখন কোনো সমস্যা নেই।

তিনি আরো জানান, আমি মনোনয়ন কিনেছি জমা দেব তবে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। শেষ পর্যন্ত আমি নির্বাচনে থাকতে চাই।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, দু`পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুনেছি বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালে না গিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

রুবেলুর রহমান/এফএ/পিআর