রামগতিতে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬টি বসতঘর
লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। উপজেলার চর রমিজ ইউনিয়নের আকরাম হাওলাদারের বাড়িতে বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়ির একটি রান্না-ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে বাড়ির জসিম উদ্দিন, মো. রিপন উদ্দিন, দিদার হোসেন, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন ও এরফান উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লোকজনের সহযোগীতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাজল কায়েস/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই