ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরহাদ হোসেন জনপ্রশাসনমন্ত্রী হওয়ায় মেহেরপুরে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে শপথ গ্রহণের পর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুলসহ আওয়ামী লীগের জেলা, উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসন থেকে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দীন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০২২ সালে ছহিউদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

ফরহাদ হোসেন বিএল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর-১ আসনে জয়লাভ করেন। পরে ২০১৮ সালে জয়লাভ করলে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস