ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজারহাটে বিএনপির ৭ প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আসন্ন ৭ মে ৪র্থ দফায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ করা হয়।
 
বুধবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

মনোনয়ন প্রাপ্তরা হলেন, রাজারহাট সদর ইউনিয়নে উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. উমর ফারুক মন্ডল, ছিনাই ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, চাকিরপশার ইউনিয়নে-উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, উমর মজিদ ইউনিয়নে-উপজেলা বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল ওহাব মন্ডল, নাজিমখান ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম বক্সী, বিদ্যানন্দ ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে-ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. রোম্মান হোসেন রোমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সা. সম্পাদক মো. শহিদুল ইসলাম, চাকিরপশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান টিটু প্রমুখ।

নাজমুল হোসেন/ এমএএস/এবিএস