ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২ ঘণ্টার চেষ্টায় পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার তারাকান্দির জুয়েল ফিলিং স্টেশনে এ অগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

jagonews24

আরও পড়ুন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে আগুন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার তারাকান্দির জুয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে পাকুন্দিয়া ও হোসেনপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে কিশোরগঞ্জ থেকে আরও দুইটি ইউনিট যোগ দিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সময় ফিলিং স্টেশনে ৫০ ড্রাম তেল রিজার্ভ ছিলো।

jagonews24

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। কিভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয় ক্ষতির পরিমাণ কত এ বিষয়গুলো তদন্তের পর জানা যাবে।

এসকে রাসেল/এনআইবি/জিকেএস