জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচনে সহায়তা, যুবদল নেতা বহিষ্কার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী কাজে সহায়তার অভিযোগে ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি মামুন পাটোয়ারীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবনবহিষ্কার করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনে সহায়তার অভিযোগে মামুন পাটোয়ারীকে দল থেকে বহিস্কারাদেশ কার্যকর করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম