ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠি ছাত্র শিবিরের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪

ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে শহরের বিআইপির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুরাতন একটি মামলায় রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আতিকুর রহমান/এফএ/জেআইএম