সঙ্কটে লক্ষ্মীপুরের স্বাস্থ্য সহকারীরা
আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য খাতে দেশ-বিদেশে সরকারের ব্যাপক সাফল্য থাকলেও তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারীদের দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি। এতে উপকূলীয় লক্ষ্মীপুরসহ সারা দেশে স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন কর্মসূচি দিয়েও কোনো সুফল পাননি।
সূত্র জানায়, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা মাঠে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে যোগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখন স্বাস্থ্য সহকারীদের পদ মর্যাদা ও বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ১৮ বছরেও প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় ২৬০ জনসহ সারা দেশে প্রায় ২০ হাজার ৮৮১ জন স্বাস্থ্য সহকারী কাজ করছেন। তারা নবজাতক, শিশু, কিশোরী ও গর্ভবতী মহিলাদের টিকাদানসহ সাধারণ মানুষকে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
এদিকে, স্বাস্থ্য সহকারীরা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না নিয়ে শিশু ও নারীসহ জনগনকে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদান করায় গত ২০ মার্চ লক্ষ্মীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ নয় কর্মকর্তাকে আইনি নোটিশ দেয়া হয়েছে। জেলা জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মাহমুদুল হক সুজনের জনস্বার্থে করা এ নোটিশে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।
অন্যদিকে, স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূর করে ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর দাবিতে ১১ মার্চ সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও সংবাদ সম্মেলন করেছে জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। এতে লক্ষ্মীপুর হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারীসহ সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য সহকারীরা সপ্তাহে ৩ দিন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সংক্রামক, অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ রোগী সনাক্তকরণ, গর্ভবতী এবং গর্ভোত্তর সেবা, নবজাতকের সেবা, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, জন্ম মৃত্যু নিবন্ধন, ২ দিন মা ও শিশুদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ২ দিন রোগীদের সেবা দেন। এসময় তারা সরকারিভাবে বরাদ্ধ ২৮ প্রকারের ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। এছাড়া কফ পরীক্ষা কেন্দ্রে রোগী প্রেরণ ও ডটস পদ্ধতিতে যক্ষা রোগীদের ঔষধ খাওয়ানো, নারীর প্রজনন স্বাস্থ্য সেবা দেয়া, পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধকরণ, পোলিও নির্মূল, স্যানিটেশনসহ ১৫-৪৯ বছর বয়সের সকল নারীর টিকা দেয়া এবং শিশুদের ১৮ মাসের মধ্যে ১০টি প্রতিষেধক টিকা দেয়ার কাজটিও করতে হচ্ছে তাদের।
জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের রায়পুর শাখার সাধারণ সম্পাদক এম এ রহিম বলেন, স্বাস্থ্য সহকারীদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অথচ প্রাণি সম্পদ অধিদফতরের ভেটেরেনারী ফিল্ড এ্যাসিস্টেন্টরা হাঁস-মুরগি ও গরু- ছাগলসহ গবাদি পশুর চিকিৎসা করে, তাঁরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে ডিপ্লোমা সনদধারী হয়। এ ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীরা ডিপ্লোমা সনদধারী না হয়েও টিকা ও চিকিৎসা সেবা প্রদান করেন, যা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
কয়েকজন স্বাস্থ্য সহকারী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে অর্থ সঙ্কটে তাদের দিন কাটাতে হচ্ছে। তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করার কারণেই আজ দেশ- বিদেশে স্বাস্থ্য খাতে সরকারের ব্যাপক খ্যাতি রয়েছে। বাংলাদেশ সরকার বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে। পদ মর্যাদা পরিবর্তন করে বেতন বৈষম্য দূর করলে স্বাস্থ্যখাতে আরও সাফল্য আসবে বলে তারা জানান।
লক্ষ্মীপুর হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. রফিকুল ইসলাম বলেন, আমরা তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য সহকারী পদ বাতিল করে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলোজিস্ট কমিউনিটি হেলথ সার্ভিসেস পদবিতে উন্নিত করলে সঙ্কট থেকে আমাদের মুক্তি মিলবে।
এ ব্যাপারে বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশের সভাপতি ও সিলেটের (দক্ষিণ) সুরমার জালালপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আবদুল্লাহ আল আনছারী বলেন, স্বাস্থ্য সহকারীদের দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছি। কিন্তু একদিনের জন্যও জনগনকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করিনি। সরকারের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আমরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবো।
এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই