ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের ২ প্রার্থী

প্রকাশিত: ০৪:৩০ এএম, ০৭ এপ্রিল ২০১৬

শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে দুইটি ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রার্থী না থাকায় ওই দুইজন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
 
নির্বাচিতরা হলেন, বিনোদপুর ইউনিয়নের প্রার্থী আব্দুল হামিদ সাকিদার ও চিতলীয়া ইউনিয়নে আব্দুস ছালাম হাওলাদার।

জেলা নির্বাচন অফিসার শেখ জালাল উদ্দিন বলেন, বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিনোদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আবুল কালাম আজাদ, বিএনপি প্রার্থী এস.এম শাহ আলম সেলিম এবং চিতলীয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগর বিদ্রোহী) সাখাওয়াত হোসেন, নিজাম উদ্দিন হাওলাদার এবং ইসলামী আন্দোলনের আবু বকর সিদ্দিক ।

তিনি আরো বলেন, শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার সংরক্ষিত মহিলা আসনে ৪ জন, সাধারণ সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদর উপজেলার সংরক্ষিত মহিলা আসনে বিনোদপুর ইউনিয়নে ২ জন ও চিতলিয়া ইউনিয়নে ১জন, সাধারণ সদস্য পদে চন্দ্রপুর ইউনিয়নে ১জন, পালং ইউনিয়নে ১ জন, রুদ্রকর ইউনিয়নে ১ জন এবং তুলাসার ইউনিয়নে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তাছাড়া গোসাইরহাট উপজেলা নাগেরপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ১ জন ও সাধারণ সদস্য পদে ১ জন এবং সামন্তষার ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ছগির হোসেন/এফএ/পিআর