নওগাঁয় মাদরাসা দফতরির মরদেহ উদ্ধার
নওগাঁর পোরশায় বেলাল হোসেন (৪০) নামে এক মাদরাসা দফতরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের নীতপুর বাজারের একটি বাগানবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল উপজেলার নীতপুর ফাজিল মাদরাসার দফতরি ও নীতপুর বাজার এলাকার মেহেদী হোসেনের ছেলে ।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ করিম জানান, বুধবার সন্ধ্যায় বেলাল বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফিরলে তাকে অনেক খোঁজাখুজি করে তার পরিবার। সকাল ৮ টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে কিছুটা দূরে আম বাগানে একটি গাছের সঙ্গে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল হক জানান, যেহেতু মরদেহের পা মাটিতে অনেকটা স্পর্শ করে ছিল এজন্যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলালকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আব্বাস আলী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল