ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৭ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিথুন মন্ডল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কাদাকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথুন মন্ডল ওই গ্রামের মহাদেব মন্ডলের ছেলে।
 
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জাগো নিউজকে জানান, বাড়ির পার্শ্ববর্তী বাজার থেকে রাত ১২টার দিকে মিথুন মন্ডল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এফএ/এবিএস