ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় অবাধে চলছে পাখি শিকার

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৭ এপ্রিল ২০১৬

সাতক্ষীরা জেলার খাল-বিল এলাকাগুলোতে অবাধে চলেছে পাখি শিকার। এসব এলাকাগুলো প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিতে কমই আসে। তাছাড়া পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হলেও আইনের প্রয়োগ না থাকায় অবাধে পাখি শিকার করে যাচ্ছেন শিকারীরা।

জেলার সদরের নিন্মাঞ্চল, আশাশুনি, শ্যামনগর, তালা উপজেলার বিল এলাকাগুলোতে চলছে পাখি নিধন। বিনেরপোতা কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় বক পাখির অভয়াশ্রম। সেখানেও থেমে নেই শিকারীদের উৎপাত।
 
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে জানান, যারা পাখি শিকার করছে তাদের আইনের আওতায়  আনা হবে। এক্ষেত্রে তিনি তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ জানান।

এফএ/পিআর