ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৫২ পিস ইয়াবা রাখার দায়ে যুবকের ৫ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুরে ৫২ পিস ইয়াবা নিয়ে ৫ বছর আগে গ্রেফতার মো. ইব্রাহিমকে (৩২) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের লোকমান হোসেনের ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে সাজা দিয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ জুলাই বাড়ি থেকে ৫২ পিস ইয়াবাসহ ইব্রাহিমকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। একইদিন গোয়ান্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ পাহলান বাদী হয়ে সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করেন। একই বছর ২৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এহতেশামুল হক আদালত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে সাজা দিয়ে রায় প্রদান করেন।

এজাহার সূত্র জানায়, ইব্রাহিম মাদক ব্যবসায়ী। বাড়িতে ইয়াবা রেখে বেচাবিক্রি করতো তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঘটনার দিন তার বাড়িতে অভিযান চালায়। তখন সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।

কাজল কায়েস/আরএইচ/এমএস