ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুরে প্রাথমিক ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

দিনাজপুরে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের এ জেলা। তবে সকাল থেকে সূর্য মামা লুকচুরি খেলছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় বেলা ১১টায় জেলার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেন শিক্ষা কর্মকর্তা। এতে করে তালগোল অবস্থায় পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে জেলার মাধ্যমিক পর্যায়ে পাঠদান চলছে।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় ও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমলেও সকালেই উঠেছে সূর্য। এরপর থেকে সূর্যের লুকোচুরি খেলা চলছে। কখনো উঠছে, কখনো ডুবছে। ফলে কিছুটা স্বস্তি দেখা গেছে জনজীবনে। সেইসঙ্গে ঘন কুয়াশার খুব একটা প্রভাব নেই।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, এ তাপমাত্রা কয়েকদিন ধরে বিরাজ করবে।

আবহাওয়ার এমন অবস্থায় বেলা ১১টার পর জেলার সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। তবে আগে থেকে এই নির্দেশনা না থাকায় সকালে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে এলেও তাদের বাড়ি চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বুধবার জেলায় ১১ ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল, তাই আগাম নির্দেশনা দেওয়া সম্ভব হয়নি। তবে এ অবস্থা বিরাজমান থাকলে এবং তাপামাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হলে একই নির্দেশনা বলবত থাকবে।

তবে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলছে। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

নাম জানাতে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, নির্দেশনা না পাওয়ার কারণে বিদ্যালয় চলছে। নির্দেশনা পেলে তা কার্যকর করা হবে।

অপরদিকে কিন্ডারগার্টেন ও মিশনারি স্কুলগুলো খোলা দেখা গেছে। এগুলোর ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম