ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল এ তথ্য জানান রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জাগো নিউজকে কাজী রকিবুল হাসান জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর বেলগাছি স্টেশন বাজারের মেসার্স তৃপ্তি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করায় চন্দনী বাজারের গৌতম স্টোরকে তিন হাজার ও একই ধারায় মেসার্স জাহানারা ফার্মেসিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা পুলিশ, উপজেলা স্যানিটারি পরিদর্শক সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রুবেলুর রহমান/এনআইবি/জেআইএম