ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

জামালপুর সদরে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় শাকিল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করেন রেললাইনের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা। পরে তাকে জামালপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক শাকিল মিয়া উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে সারাদেশের মতো নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। এসময় রেললাইনের ক্লিপ খুলে স্লিপার উপড়ে ফেলা অবস্থায় শাকিল মিয়া নামের ওই যুবককে আটক করা হয়। পরে তাকে জামালপুর রেলওয়ে থানায় হস্তান্তর করেন আনসার সদস্যরা।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার উদ্দেশ্য ও সহযোগীদের নাম জানতে ওই যুবকের রিমান্ড চাওয়া হবে।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস