ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জের মিঠামইনে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিঠামইনের চানপুর এলাকার আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাঁঠালবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আমীর হোসেন (২০)।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাইড পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ইয়াছিন ও আমীর হোসেন ঘটনাস্থলে মারা যান। এছাড়াও ঘাগড়া দয়াহাটি এলাকার রেজু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

এসকে রাসেল/আরএইচ/এমএস