ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলা

এতিম-দুস্থরা পেলেন জব্দ দুই হাজার কেজি জাটকা

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

ভোলায় আটটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে দুই হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সদরের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জাটকাগুলো জব্দ
করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান চালায়। এসময় ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, দুপুরে জব্দকরা জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিম ও
দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস