ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা
ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়কে দুই পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
নিহতরা হলেন-মানিক জমাদ্দার (২৮) ও ভরত জমাদ্দার (২৩)। তারা দু`জনই পৌরসভার আলীপুর এলাকায় হরিজন পল্লীতে বসবাস করতেন।
এলাকাবাসী জানায়, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মরদেহ দুটি মুসল্লিদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেয়।
এদিকে নিহত পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার জানান, ইতোপূর্বে রাতে ওই এলাকায় কাজ করার সময় কিছু লোক বেশি রাতে কাজ না করার জন্য হুমকি দিত। তিনি ধারণা করেন, রাতে বিচরণকারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের মুখে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এস.এম.তরুন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি