চট্টগ্রামে ৩ ইয়াবা ব্যবসায়ী আটক
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে কর্ণফুলী থানার চর পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে র্যাব- ৭ সদস্যরা তাদের আটক করে।
র্যাব হেড কোয়াটারের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িংয়ের উপ-পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আটককৃরা হলেন, ইসহাক আলী(৩৫), মনছফ আলী(৬০) ও সাইদুর রহমান(২৭)। এঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।