ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে চাল মজুত, দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

মেহেরপুরে চাল মজুদ রাখার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

আদালত সূত্র জানায়, সদর উপজেলার আমঝুপি বাজারের মেসার্স আমজাদ খাদ্যভাণ্ডারে অভিযান চালিয়ে তিন হাজার বস্তা অবৈধ চাল মজুত দেখতে পান। পরে প্রতিষ্ঠানমালিক মো. আমজাদ হোসেনকে ৩০ হাচার টাকা ও একইভাবে মেসার্স আব্বাস খাদ্যভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রি বন্ধ করতে নিয়মিত অভিযান চলছে। আজ আমঝুপি বাজারে দুটি চালের আড়তে অভিযান পরিচালনা করে চাল মজুত দেখতে পাওয়া যায়। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস