ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি কলেজের উপাধ্যক্ষ আফাজ উদ্দিন মারা গেছেন

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আফাজ উদ্দিন (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে নওগাঁ শহরের কালীতলা এলাকার নিজ বাসভবন থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফাজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট সমস্যা অনুভব করছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

বেলা ১১টায় শহরের হাঁট-নওগাঁ ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। পরে তার মরদেহ নেওয়া হয় নওগাঁর মান্দা উপজেলার চক চোয়ার পাঁজরভাঙ্গা গ্রামে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠালগ্ন ২০০৬ সাল থেকেই আফাজ উদ্দিন কর্মরত ছিলেন।

মশিউর রহমান/এনআইবি/জেআইএম