ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী হত্যার আড়াই মাস পর স্বামী আটক

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৮ জানুয়ারি ২০২৪

নেত্রকোনার দুর্গাপুরে স্ত্রীর হত্যা মামলায় স্বামী আল আমিন আকন্দ (৩৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়।

আটক আল আমিন আকন্দ দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার আওয়াল আকন্দের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় ২০২৩ সালের ১৯ নভেম্বর পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার (১৭) হত্যার ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে সানজিদার স্বামী আল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনার পর থেকেই আল আমিন পলাতক ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আল আমিন তার স্ত্রী সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম জাগো নিউজকে বলেন, মামলা হওয়ার পর থেকেই আসামিকে আটকের জন্য চেষ্টা করে যাচ্ছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমিনকে আটক করা হয়।

এইচ এম কামাল/এনআইবি/এসএম