ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে ট্রাক্টরচাপায় ছাত্রলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪

খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (৩০) নামের ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল কাদের চৌধুরী খাগড়াছড়ির এপিবিএন এলাকার বাসিন্দা নুরুল আবছার চৌধুরীর ছেলে। তিনি খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, নুরুল কাদের চৌধুরী দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরুল কাদের চৌধুরী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস