নদীর পাড় কাটায় দুই মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে আলমগীর মৃধা ও ইউসুফ মিয়া নামে দুই মাটি ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা সদরের গাড়াইল এবং ইচাইল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলমগীর মৃধা বংশাই নদীর গাড়াইল এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন। নদীর পাড় কাটায় পরিবেশ এবং মাটি বহনকারী ড্রাম ট্রাক চলাচল করায় গ্রামের সড়ক ও আঞ্চলিক সড়কের ক্ষতি হচ্ছিলো।

পরে রাত সাড়ে দশটার দিকে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। পরে দুই মাটি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
মাসুদুর রহমান জাগো নিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম এরশাদ/এনআইবি/জেআইএম