ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তীব্র শীতে নীলফামারীতে বিদ্যালয়ে ছুটি বাড়লো আরও দু’দিন

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

চলমান শৈত্যপ্রবাহে নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আরও দুইদিন ও প্রাথমিক বিদ্যালয় একদিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সকালে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। এ কারণে মাউশির নির্দেশনা মোতাবেক ২৯ ও ৩০ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) মাধ্যমিক স্তরে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

সব প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সোমবার বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালে ঝলমলে রোদ উঠলেও কনকনে শীত অনুভূত হচ্ছে।

এফএ/এসএম