ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোমরা বন্দরের দুই রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৯ এপ্রিল ২০১৬

রাজস্ব ফাঁকি ও এতে সহযোগিতা করার অভিযোগে দুইজন কাস্টমস কর্মকর্তা, দুই আমদানিকারক প্রতিষ্ঠান ও দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল গণি বাদী হয়ে শুক্রবার রাতে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

মামলায় ভোমরা বন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা ও সহকারি রাজস্ব কর্মকর্তা আরিফ হোসেন, আব্দুস সবুরের মালিকানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজ, ওই পানের ছাড়কারক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী খালিদ হোসেন শান্তর মালিকানাধীন আলেয়া এন্টারপ্রাইজ, আমদানিকারক আল ফেরদৌস আলফার মালিকানাধীন আশিক এন্টারপ্রাইজ ও ছাড়কারক সিঅ্যান্ডএফ মোস্তফা কামালের মালিকানাধীন সুন্দরবন এন্টারপ্রাইজকে আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে ৩২.৮১০ মেট্রিক টন পানের এলসি করে ৬৬.৩ মেট্রিক টন পান (১১টি ট্রাকে ৬২৯ বস্তা) আমদানি করে সুমাইয়া এন্টারপ্রাইজ ও আশেক এন্টারপ্রইজ। এগুলো ছাড় করেন ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ। গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা এসব পান আটক করে বিজিবি। পরে রাজস্ব ফাঁকির বিষয়টি প্রমাণিত হলে জব্দকৃত পান সদর থানায় জমা দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল গণি বাদী হয়ে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান, দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ও দুইজন রাজস্ব কর্মকর্তার নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এফএ/এমএস