শ্রমিকলীগ নেতা হত্যায় ছাত্রদল সভাপতিসহ ৩ জন কারাগারে
লালমনিরহাট সদর উপজেলার শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা ও নাশকতা মামলায় জেলা ছাত্রদল সভাপতি ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ নজরুল ইসলামের আদালতে হত্যা মামলার এজাহার ভুক্ত ছাত্রদল সভাপতিসহ বিএনপি নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবদেন করলে জামিন নামঞ্জুর করেন আদালত।
এসময় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার ও হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাকিম খান জামিন আবেদন করলে আদালত তাদেরকেও জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
লালমনিরহাট জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমাল হোসেন জাগো নিউজকে বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের শ্রমিকলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামি জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
এর আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হয়। পরে গুরুতর আহত জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনার ঘটনার তিনদিন পর বুধবার (১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত পরিচয়ের ৩০০ থেকে ৪০০ জন কে আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করা হয়।
রবিউল হাসান/এনআইবি/জেআইএম