ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের মারপিটের অভিযোগ

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৯ এপ্রিল ২০১৬

সমর্থকদের বাড়ি-ঘরে হামলা, দোকানপাট ভাঙচুর, ফসল নষ্ট, মারপিটের অভিযোগ তুলেছেন জামালপুরের তিতপল্লা ইউনিয়নের আ.লীগ দলীয় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আজিজুর রহমান। শনিবার দুপুরে তিতপল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব ও ভোট জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদকে জয়ী করানো হয়। নির্বাচনের পর থেকে ৯ দিন যাবত বিদ্রোহী প্রার্থীর সন্ত্রাসীরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। নৌকার সর্থকদের বাড়ি-ঘরে হামলা, দোকানপাট ভাঙচুর, ফসল নষ্টসহ মারপিট করা হচ্ছে। এ ব্যাপারে মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সংবাদ সম্মেলনে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়।

শুভ্র মেহেদী/এসএস/এবিএস