ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে দুই ইটভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা আইন লঙ্ঘন করায় মেসার্স চরবসন্ত ব্রিকসকে এক লাখ টাকা ও মেসার্স টুবগী ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটায় পানি মেরে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস