ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে রাবেয়া বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় কুচয়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এর আগে বুধবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত রাবেয়া উপজেলার খিলমেহের গ্রামের শেকান্দর মিয়ার মেয়ে। তিনি বাইছারা সিকদার বাড়িতে প্রবাসী এরশাদ উল্লার স্ত্রী। তার রাকিব হোসেন (১০), আবু রায়হান (৭) দুই ছেলে ও সুমাইয়া আক্তার (৪) নামের এক মেয়ে রয়েছে।

নিহতের বাবা শেকান্দর মিয়া জাগো নিউজকে বলেন, প্রায় ১৪ বছর আগে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর জামাই এরশাদ প্রবাসে কর্মরত। রাবেয়ার সঙ্গে এরশাদের ভালো সম্পর্ক ছিল। তবে এরশাদের বাবা, ভাই-বোনেরা টাকার জন্য বিভিন্ন সময় আমার মেয়েকে শাররিক ও মানসিকভাবে নির্যাতন করতো। কথাগুলো রাবেয়া প্রায়ই আমাকে বলতো।

তার দাবি মেয়ের শ্বশুর রোস্তম আলী সিকদারসহ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে তার মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছেন। এরআগেও রাবেয়ার ভাসুর, দেবর ও শ্বশুর আমার মেয়েকে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার রাত সাড়ে ১টার সময় মেয়ের ভাসুর কামাল সিকদার ফোন দিয়ে রাবেয়া আত্মহত্যা করেছে বলে জানায়। খবর পাওয়ার পরেই রাতে ছুটে আসি মেয়ের বাড়িতে। এই বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের শ্বশুর রোস্তম আলী সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, কি কারণে রাবেয়া আত্মহত্যা করেছে আমাদের জানা নেই।

নিহতের স্বামী এরশাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। স্ত্রী হত্যার বিচার দাবি করেন তিনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বুধবার রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।

শরীফুল ইসলাম/এনআইবি/এএসএম