গাছ কাটতে বাধা দেওয়ায় লাঠির আঘাত, বড় ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধানের (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের ছেলে।
নিহতের মেয়ে খালেদা বেগম জাগো নিউজকে জানান, তার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার বাড়িতে আসেন। সকালে তার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তার বাবা গাছ কাটায় বাঁধা দিলে এক পর্যায়ে চাচা শুক্কুর আলী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার বাবা মাটিতে পড়ে যান।
স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী ও ছেলে মেয়ের ডাকচিৎকার শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক কৌশিক হাওলাদার জাগো নিউজকে জানান, সকাল পৌনে এগারোটা দিকে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।
শরীফুল ইসলাম/এনআইবি/এএসএম