প্রেমিকাকে বাড়িতে রেখে লাপাত্তা, যুবকের বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা কলেজছাত্রীকে পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। বিয়ে না করায় প্রেমিক ও তার মা-বাবার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন ওই তরুণীর বাবা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে প্রেমিকের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় চিকাশি টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর ধরে চিকাশি গ্রামের আনছার আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আলামিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় সোমবার (২৯ জানুয়ারি) কলেজে যান ওই তরুণী। তখন প্রেমিক আলামিন তাকে বিয়ের কথা বলে কলেজ থেকে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর বিয়ে না করে তাকে বাড়িতে রেখে কৌশলে পালিয়ে যান। ওইদিন থেকে বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে অনশন করতে থাকেন ওই তরুণী।
আরও পড়ুন: প্রেমিককে বিয়ের দাবিতে ৪ দিন ধরে অনশনে কলেজছাত্রী
এ ঘটনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই মামলায় আলামিন ও তার মা-বাবাকে আসামি করা হয়েছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, জবানবন্দি রেকর্ডের জন্য ওই তরুণীকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসআর/এমএস