বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৭২ বিয়ে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭২টি বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পরিচালনা করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।
রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত আলী (রা.) ও হযরত ফাতেমার (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের এ বিয়ে সম্পন্ন করা হয়।
এর আগে বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। পরে খুতবা দেওয়া হয়। খুতবা শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়।
বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্য খোরমা-খেজুর বিতরণ করা হয়।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/এসআর/এমএস