পিস্তল ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, যুবক আটক
নোয়াখালী সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা করায় মোহাম্মদ হাছান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব চরমটুয়া (১৯ নম্বর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যনারায়ণবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদ হাছান ওই গ্রামের মো. হানিফের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অস্ত্রসহ আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক মোহাম্মদ হাছান একই এলাকার মো. সোহেলের (৩৪) কাছে টাকা পেতেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে হাছান টাকা চাইলে সোহেল টাকা দিতে দেরি করেন। এ সময় হাছান পিস্তল ঠেকিয়ে ভয় দেখান। পরে সোহেলের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে হাছানকে আহসান উল্লাহর কৃষি জমি থেকে অস্ত্রসহ আটক করেন।
পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাছানকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম