ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৬

কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে একদিনের নবজাতক চুরি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে।
 
হাসপাতাল ও অভিভাবক সূত্রে জানা যায়, কুড়িগ্রাম নাগেশ্বরী  উপজেলার মাদারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা কৃষক ইছহাক আলীর স্ত্রী মমতা বেগম (২০) এদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি ছেলে সন্তান প্রসব করেন। প্রসবের পর থেকে নবজাতক শিশুটি মায়ের দুধ না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

তারা স্থানীয় গ্রামবাসী চাচা মশিয়ার রহমান, মেয়ের মামা বছদ্দি মামুদ ও মামী আহেজ্জন বেগমকে সঙ্গে কুড়িগ্রাম নিয়ে আসেন।  

শিশু বিশেষজ্ঞ ডা. মোখতার আলীর পরামর্শে নবজাতককে সদর হাসপাতালে দুপুর ১টার সময় ভর্তি করান। শিশু ওয়ার্ডে ভর্তির পর নবজাতককে চিকিৎসা প্রদান করা হয়। সন্ধ্যার দিকে নবাজতকের নানা বছদ্দি মামুদ ওষুধ ও খাবার আনতে যান। এসময় নবজাতকের পাশে নানী আহেজ্জন থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগন্তুক বোরখা পরিহিত একটি মহিলা এসে নানীর কাছ থেকে বাঁচ্চাটিকে নিয়ে স্যালাইন সেট খুলে দেন। আর রাগারাগি করে বলতে থাকেন এই টুকু বাঁচ্চাকে কেউ কি স্যালাইন দেয়। আপনি হাত-মুখ ধুয়ে আসেন।

নবজাতকের নানী জিজ্ঞেস করেন আপনি কে তার প্রতি উত্তরে বলেন আমি এখানে চাকরি করি। পরে নানী বলেন বাঁচ্চাটিকে দেখেন আমি টয়লেট থেকে আসি। ফিরে এসে দেখেন বাঁচ্চা ও মহিলা কেউ নেই। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে চিৎকার চেঁচামিচি করেন। এ নিয়ে হাসপাতালে হইচই পরে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. অজয় কুমার রায় জানান, আমরা নবজাতকের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এছাড়াও কুড়িগ্রাম থানাকে জানানো হয়েছে।

নাজমুল/এমএএস/আরআইপি