ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় পৌনে চার হাজার ইয়াবাসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুরে তিন হাজার ৭৮০ পিস ইয়াবাসহ আব্দুল আলিম মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লিডার ও উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুল আলিম মিয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানিজোড়া গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এসময় তিন হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আলিমকে আটক করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আব্দুল আলিম মিয়াকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস