ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুস্থ হয়ে মুক্ত আকাশে ফিরে গেলো চিল

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

নীলফামারীতে চিকিৎসা দিয়ে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি চিলকে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ইবনুল আবেদিনের উপস্থিতিতে পাখিটিকে ছেড়ে দেওয়া হয়।

দুদিন আগে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা থেকে অসুস্থ চিলটিকে উদ্ধার করে বনবিভাগ।

সামাজিক বনবিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, চিলটিকে দুদিন চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে।

এসআর/এমএস