পাঁচ বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ১৪ বছর
নোয়াখালীর বেগমগঞ্জে মো. সুজন (৩৮) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন ওই এলাকার আকবর শেঠসাংয়ের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আসামি সুজন ২০০৯ সালে একটি মাদক মামলায় আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করেন। পরে সাজা এড়াতে তিনি ১৪ বছর পলাতক ছিলেন।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ