চরভদ্রাসনের ৪ ইউপিতে ১৮৯ জনের মনোনয়ন জমা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪র্থ ধাপের চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৭ জন সাধারণ সদস্য (মেম্বার) এবং ৪০ জন সংরক্ষিত নারী সদস্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
এ বছর উপজেলার চরভদ্রাসন, চরহরিরামপুর, গাজিরটেক ও ঝাওকান্দা ইউনিয়নে প্রার্থীণ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম ও উপজেলা রিটার্নিং অফিসার মো. আবুল খায়েরের নিকট সর্বশেষ এই মনোনয়নপত্র জমা পড়ে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ দিন ও ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, অত্র উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ৩নং চরভদ্রাসন ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ খান, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র আব্দুস ছাত্তার মাস্টার, মো. আবুল খায়ের, সিরাজুল ইসলাম ও দীপক চন্দ্র কাপাশিয়া। এছাড়া সংরক্ষিত সদস্য ১১ জন ও সাধারণ সদস্য ৩৫ জন।
১ নং চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী আবুল কাশেম ফকির, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান কে.এম. ওবায়দুল বারী দীপু, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মো. জুলহাস শিকদার, মো. ফরিদ মোল্যা, মো. আমির হোসেন খান ও শেখ আলম। সংরক্ষিত সদস্য ১২ জন ও সাধারণ সদস্য ৩৭ জন।
৪ নং গাজিরটেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, বিএনপি প্রার্থী মো. কুদ্দুস আলী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মো. ইয়াকুব আলী, মো. ফরহাদ হোসেন, মো. কবিরুল আলম, মো. চুন্নু হোসেন, মো. আলামিন ও মো. হুমায়ুন কবীর। সংরক্ষিত সদস্য ১০ ও সাধারনণ সদস্য ৩৫ জন।
চরঝাউকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা ও স্বতন্ত্র প্রার্থী মো. বজলু মৃধা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ৭ জন ও সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
এস.এম.তরুন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি