ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ

বিআইডাব্লিউটিএর অভিযান, চেয়ারম্যানের ভবনসহ ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়া ফুলদী নদীর পূর্ব পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিএডব্লিউটিএ)।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত নদী দখল করে নির্মাণ করা ৩৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। দখলমুক্ত করা হয় প্রায় এক একর জমি। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে স্থানীয় ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান জিতু খানের দুই তলা ভবনও রয়েছে।

jagonews24

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ইমামপুর ইউনিয়নে সীমানাধীন নদীর এ অংশে বেশ কয়েকবছর ধরেই বিভিন্ন কাঁচাপাকা অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছিলো। সম্প্রতি সেখালেন লাল পতাকা টানিয়ে নদীর জায়গা চিহ্নিত করা হয়। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হলেও দখলদাররা না সরায় বুধবার থেকে দুইদিনব্যাপী অভিযান শুরু হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানে ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ৩৫টি স্থাপনা।

jagonews24

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আমাদের এ অভিযান পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার আবারো অভিযান চালানো হবে।

আরাফাত রায়হান সাকিব/এনআইবি/এমএস