নোয়াখালীতে বাসচাপায় শিশুসহ নিহত দুই
নোয়াখালী সদরে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাসহ (৬০) আট বছরের শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৭ মিনিটে সোনাপুর কোল্ডস্টোরেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদাউস (৮)। সে সদর উপজেলার চর করমুল্যাপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে। আর ওই নারী ভবঘুরে ছিলেন। তার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, কীভাবে দুর্ঘটনা হলো কেউ বলতে পারেননি। তবে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে দুজনই ঘটনাস্থলে মারা যান। বাসটি খুঁজে বের করতে চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, ভবঘুরে ওই নারীকে জান্নাতুলের পরিবার দুপুরের খাবার খেতে ডেকে নেয়। তিনি চোখে কম দেখতে পারায় সন্ধ্যার দিকে জান্নাতুল তাকে রাস্তা পার করে দিচ্ছিল। এসময় দাঁড়িয়ে থাকা বাসের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি চলতে শুরু করলে দুজনই পিষ্ট হন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম