ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারো যৌতুক কেড়ে নিল একটি জীবন

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৪

মেহেদির রং শুকাতে না শুকাতেই আবারো যৌতুক কেড়ে নিল সাদিয়া আক্তার লাবনী (২৩)  নামে এক গৃহবধূর প্রান।

গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার তার দাফন দিনাজপুরে সানাপীর গোরস্থানে সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় ঘাতক স্বামী রশিদুল ইসলামকে হাসপাতাল থেকেই গ্রেফতার করেছে পুলিশ। লাবনী দিনাজপুর শহরের সুইহারী গোলাপবাগ এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

লাবনী স্বামী নিয়ে ঢাকার ভাটারা থানার ডালিবাড়ী মোড়ের বাসা নং ৪১২ বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় লাবনীর আত্মীয় সুমন ভাটারা থানায় একটি ইউডি মামলা করেছেন।

লাবনীর বড় ভাই জানায়, মাঝে মধ্যেই রশিদুল টাকার জন্য আমাকে ফোন করতো। আমি টাকা দিতে না পারায় সে আমার ফোনকে নির্যাতন করে মেরেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৮) এর সাথে লাবনীর বিয়ে বিয়ে হয়।