ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০১৬

নেত্রকোনার কলমাকান্দার বাকলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল জাগো নিউজকে জানান, শিবনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (৩) ও তারই চাচাতো ভাই আব্দুল করিমের মেয়ে সামিয়া আক্তার (৩) অন্যান্য শিশুদের সঙ্গে দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বাকলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

অন্যান্য শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানালে পরিবারের লোকজন ও এলাকাবাসী প্রায় আধাঘন্টা নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

কামাল হোসাইন/এআরএ/পিআর