বেগমগঞ্জে ফসলি জমির মাটি কাটায় যুবকের জেল-জরিমানা
অভিযানে দণ্ডপ্রাপ্ত যুবক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে আরমান হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আরমান ওই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা ও মাটি ব্যবসায়ী।
আদালত সূত্র জানায়, আরমান হোসেন ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান বেগমগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ আল জিনাত।

বিষয়টি নিশ্চিত করে তিনি জাগো নিউজকে বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরমান হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ১৩ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত আরমানকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফসলি জমির মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। এসব বন্ধে ও কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস