৪ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
দীর্ঘ চার ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পিয়ারপুর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: ৩ ঘণ্টা ধরে বন্ধ ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল
জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহমুদ জাগো নিউজকে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ২৫৬ লোকাল ট্রেনটি দুপুরে পিয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে এই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহে আটকা পড়ে। তবে এখন ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মো. নাসিম উদ্দিন/এনআইবি/জিকেএস