গণপূর্তকে আদর্শ মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে: মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমরা যদি যে যার অবস্থানে থেকে ন্যায় সঙ্গত কাজ করি তাহলেই দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে আদর্শ মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে তাঁকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
এসময় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মন্ত্রীত্ব কোনো বড় বিষয় নয়, দেশের জন্য কাজ করা হলো বড় কথা। অপরিকল্পিত আবাসন প্রকল্প বন্ধ করে দিয়ে শহরে ও গ্রামে পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। সারাদেশেই বহুতল বিশিষ্ট এপার্টম্যান্ট নির্মাণ করা হবে। ওইসব এপার্টম্যান্টে প্রবাসীদের জন্য ফ্ল্যাট সংরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পূর্বপাড়ে একটি উপ-শহর গড়ে তোলা হবে। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শহরের পূর্বপ্রান্তে তিতাস নদীর পাড় দিয়ে একটি রাস্তা নির্মাণ হবে। যার নকশার কাজ শেষ হয়েছে। প্রকৌশলীরা এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাল্টিপারপাস মিলনায়তন নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি শিশু পার্ক গড়ে তোলা হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শহরে ছিনতাই সংগঠিত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই-চাঁদাবাজি বন্ধ ছিলো। সম্প্রতি বেশ কয়েকটি ছিনতাই হয়েছে। অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই-চাঁদাবাজি বন্ধ করতে হবে।
তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, এসব অপকর্মের সাথে যদি আওয়ামীলীগ বা অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকে অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। সামনে পবিত্র রমজান মাস। এই মাসে যাতে কেউ কোনো ধরনের বিশৃংখলার সৃষ্টি না করে সেদিকে পুলিশকে নজরদারি বাড়াতে হবে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পাস প্রাঙ্গনে ভিসি প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/এমএস