মাইক্রোবাস উল্টে নিহত ১, ফেনসিডিল জব্দ
সাতক্ষীরার লাবসা এলাকায় ফেনসিডিলবাহী পাজেরো গাড়ি উল্টে পড়ে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ি তল্লাশি করে ৯ বস্তা ভর্তি ফেনসিডিল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক এলাকাবাসীর উদ্বৃতি দিয়ে জাগো নিউজকে জানান, সোমবার ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দ্রুতবেগে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে গাড়ির ( ঢাকা মেট্রো ঘ ১১- ৯২৬৫) চালক পালিয়ে যায়। গাড়ি তল্লাশি করে ৯ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তি চোরাকারবারী বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এসএস/আরআইপি