সাতক্ষীরায় আইস-হেরোইন উদ্ধার
সাতক্ষীরার দক্ষিণ হাড়দ্দায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আইস ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে দক্ষিণ হাড়দ্দা নামক এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় আইস ও এক কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
আহসানুর রহমান রাজীব/এনআইবি/এমএস